সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

এদেশে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে : চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম মইনুল এহসান, ভোলা :  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আজ দেশে রাষ্ট্রীয় সেক্টরে দূর্নীতিকে বৈধতা দেওয়া হচ্ছে । শিক্ষামন্ত্রী বলছেন, সহনীয় মাত্রায় ঘুষ খেতে । আজ দেশের সব কয়টি পাবলিক পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে ,অথচ প্রশাসন কিছু করতে পারছে না । কারণ, এদেশে র্সষের মধ্যে  ভুত লুকিয়ে!

২৪ ফেব্রুয়ারি (শনিবার) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ভোলা জেলা শাখার (উত্তর) জেলা সম্মেলন ২০১৮ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন,  তথাকথিত রাজনীতিকেরা ধোকাবাজ । তারা মুখে এক স্লোগান দেয় আর বাস্তবিক কাজে সেটা করে না ।

উদাধারণ টেনে তিনি বলেন, কমিউনিষ্টরা বলে ‘কেউ পাবে কেউ পাবেনা, তা হবে না তা হবে না ’ কিন্তু দেখা যায় কমিউনিষ্ট নেতারা দামি গাড়ি বাড়ি ব্যবহার করছে , অথচ তাদের দলীয় কর্মীরা ঠিক মত খেতে ও পারছে না । এতে পরিষ্কার বোঝা যায় তারা জনসাধারনের সাথে ধোকাবাজি করছে, প্রতারনা করছে । এ সমস্ত ধোকাবাজ নেতারা ক্ষমতায় এসে জাতির সাথে ধোকাবাজি করে ।

তিনি আরো বলেন,  দেশের শান্তি সমৃদ্ধি আনতে এবং দূর্নীতি - অনিয়ম বন্ধে এসমস্ত তথকথিত গনতন্ত্র, সমাজতন্ত্র, র্ধমনিরোপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিকল্প নাই ।

প্রধান বক্তার আলেচক হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম । এসময় তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছর পেরিয়েছে । আজ রাষ্টের নাগরিকদের নিরাপত্তা নেই। খুন, হত্যা আজ নুনের চেয়েও সস্তা হয়ে গেছে ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৪৬ বছর পার হলেও আজও দেশে স্বাধীনতার মূল চেতনা, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি । কারণ, দেশে চলমান তথাকথিত গনতন্ত্র, সমাজতন্ত্র , মানুষের মনগড়া মতবাদ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না । তাই মানুষের মনগড়া মতবাদ বাদ দিয়ে ইসলামি হুকুমাত প্রতিষ্ঠা করতে হবে ।

শহরের বাংলা স্কুল মাঠে ভোলা জেলা (উত্তর) সভাপতি সৈয়দ মুহাম্মদ ইমরানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের ভোলা জেলা (উত্তর)শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা তাজউদ্দিন ফারুকী , সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান ,সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ,ইসলামী আন্দোলন ভোলা পৌর শাখার সভাপতি মাওলানা  আতাউর রহমান মোমতাজি , ইসলামী যুব আন্দোলনের ভোলা জেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, জেলা ইসলামি আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা ইউসুফ আদনান ,ইশা ছাত্র আন্দোলন ভোলা সদর থানার সম্পাদক মুহাম্মাদ হেলাল উদ্দিন , বোরহান উদ্দিন শাখার সভাপতি মুহাম্মাদ মাসউদুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ