ইমদাদ ফয়েজী: সিলেটের ওসমানীনগর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনের (টাইটেল মাদরাসা) সিনিয়র শিক্ষক, চকেরবাজার জামে মসজিদের খতিব, প্রখ্যাত মোফাচ্ছিরে কুরআন, আলহাজ মাওলানা সামছুদ্দীন রাহ.'র জানাযা আজ দুপুর ২ টায় গলমুকাপন মাদরাসা সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।
জানাযার ইমামতি করেন তার কনিষ্ঠ পুত্র মাওলানা জালাল উদ্দীন।
সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার মুহাতামিম, নাযিম, শিক্ষক, ছাত্রসহ, হাজার হাজার মানুষ জানাযায় শরীক হন।
জানাযার পূর্বে সংক্ষিপ্তভাবে কথা রাখেন আযাদ দ্বীনী এদ্বারায়ে তা'লিম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা মুখলিসুর রহমান, গলমুকাপন মাদরাসার মুহাতামিম ও ছানি শায়খুল হাদীস মাওলানা আব্দুস শহীদ, নাযিমে তা'লিমাত মাওলানা রুহুল আমীন, এড. মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল ও জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হাফিজ মাওলানা মাসউদ আহমদ (বাঘার হুজুর), জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সদস্য, দয়ামীর টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা মুশাহিদ আহমদ, সোবহানীঘাট মাদরাসার শায়খুল হাদীসদ্বয় মাওলানা নাজির হুসাইন ও মাওলানা আব্দুল মালিক, দরগাহ হজরত শাহজালাল রাহ. মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা জুনাইদ, উপজেলা ভাইস চেয়ারম্যান, হামছাপুর মাদরাসার মুহতামিম মাওলানা আলী আসগরসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
মারহুমের বড়পুত্র হাফিজ মাওলানা মুনির উদ্দীন বৃটেন থেকে টেলিফোনে উপস্থিত মুসল্লিদদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে পিতার মাগফিরাত ও পরিবারের সকলের জন্য দুয়া কামনা করেন।