আওয়ার ইসলাম; আগামী ১৩ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপনির্বাচনে সংসদ সদস্য পদে ইসলামী ঐক্যজোটরে প্রার্থী হচ্ছেন আবুল কাসেম মো. আশরাফুল হক। তিনি মিনার প্রতিকে নির্বাচন করবেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে দাখিলকৃত তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চোধুরী। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার এই তিন জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন।
যাচাই-বাছাইয়ে অন্য দুই বৈধ মনোনয়ন ধারী হলেন, আওয়ামী লীগের নৌকার প্রতীকের প্রার্থী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের রেজোওয়ান আহমেদ।
নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানায়, জাতীয় সংসদের ২৪৩ নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুলের বার্ধক্যজনিত কারণে মৃত্যুর পর আসনটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৩ মার্চ।
এসএস/