আওয়ার ইসলাম: নওগাঁয় বনভোজনে আসা বাস নদীতে পরে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া সড়কে ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জয়পুরহাট জেলার কালাইগাড়ী থানার মোলামগাড়ী থেকে ব্রাইট ফিউচার কিন্ডার গার্ডেন নামক প্রতিষ্ঠান থেকে নওগাঁর ডানা পার্কে বনভোজনে আসছিল। বাসটি নওগাঁ-বগুড়া সড়কের ভবানীপুরে রাস্তার পাশে অবস্থান করছিল।
ডানা পার্ক থেকে বিকেল ৬টার দিকে ফিরে যাওয়ার পথে বাসটি পেছনে ঘুরানোর সময় বাসটি উল্টে তুলসীগঙ্গা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যায় এবং ২৫ জন আহত হয়। সংবাদ পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতের উদ্ধার করে আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।