সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কৃর্তিনাশা নদীর কোলে লক্ষাধিক মুসল্লির জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আশরাফ
ইজতেমা ময়দান থেকে

আজ শুক্রবার ১৬ ফেব্রুয়ারি '১৮ বাদ ফজরের ইসলাহি বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শরীয়তপুর জেলা আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। এ সময় দাওয়াতি কাজের ফজিলত, নামাজ, রোজা, হজ, জাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচক।

আজ সকাল দূর-দূরান্ত থেকে জুম'আ নামাজ পড়ার জন্য মুসল্লিগণ ইজতেমার ময়দানে আসতে থাকে। জুম'আ নামাজের পূর্বেই উপচে পড়া ভিড় লক্ষ্যে করা যায়। প্রায় এক লক্ষ মুসলির সমাগমে পবিত্র জুম'আ নামাজ আদায় করেন।

জুম'আর নামাজে জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, আইজীবি, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ আপাময় জন সাধারন অংশগ্রহন করেন।

উল্লেখ্য ১৫, ১৬, ১৭ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এবারের শরীয়তপুর জেলা আঞ্চলিক ইজতেমা সদর উপজেলার কৃর্তিনাশা নদীর কোল ঘেষে আংগারিয়া বাইপাস সড়কের পাশে ১৭ একর জমির উপর অনুষ্ঠিত হয়েছে এবং কাল শনিবার ১১ টায় মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

নারীরা কি নামাজের ইমামতি করতে পারে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ