মোঃ আশরাফ, শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের আজ বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে জেলা ভিক্তিক আঞ্চলিক ইসতেমা। আগামী শনিবার ১৭ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ ইজতেমা। এবারের ইজতেমা সদর উপজেলার আংগারিয়া বাইপাস সড়কের ১৭ একরের বিশাল জায়গায় আয়োজন করা হয়েছে।
শরীয়তপুর জেলা ছাড়াও আশে-পাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমেবত হয়েছেন। ১টি বাকপ্রতিবন্ধীদের জামাত, ১০টি বিদেশি জামাতসহ কয়েকশত দেশী জামাত অংশগ্রহণ করেছে শরিয়তপুরের এ ইজতেমায়।
বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের মুরব্বিরা ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমায় গুরুত্বপূর্ণ দ্বীন ও ঈমানি বয়ান পেশ করবেন। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনব্যাপী এ ইজতেমা। পরসদ্দি এলাকার ব্যক্তি মালিকানা প্রায় ১৭ একর জায়গা জুড়ে জেলা ইজতেমার মাঠ ও অবকাঠামো তৈরিতে গত দেড় মাসের আড়াই শতাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে কাজ করেন।
ইজতেমা মাঠের নিরাপত্তা জন্য পালং মডেল থানা পুলিশ ইজতেমাকে নির্বিঘ্ন করতে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। ইতিমধ্যে ইজতেমায় ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
/এটি