ইশতিয়াক সিদ্দিকী, চট্টগ্রাম প্রতিনিধি
আজ ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর হতে শুরু হচ্ছে ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে দু'দিন ব্যাপী ৩৩তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। দু'দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ ভারত -এর সন্মানিত মহাপরিচালক আল্লামা আবুল কাসেম নোমানী, আওলাদে রাসুল সা. আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।
জমিয়তে উলামায়ে হিন্দ এর মহাসচিব আল্লামা সাইয়েদ মাহমুদ মাদানী সহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। আজ বাদ যোহর হতে সম্মেলনের কার্যক্রম আরম্ভ হওয়ার কথা রয়েছে। সংস্থার সভাপতি জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী ও সংস্থার মহাসচিব ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টার এর মুহতামিম আল্লামা আরশাদ রাহমানী দেশের সর্বস্থরের তাওহীদি জনতাকে উপস্থিত হয়ে সম্মেলন সফল করার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, জামেয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম আল্লামা ইউনুছ (হাজী সাহেব) রহ., হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও হাটহাজারী মাদরাসার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফি ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা মুহতামিম ফকিহুল মিল্লাত আল্লামা মুফতি আবদুর রহমান রহ. এই সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।