বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে: বরিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা হয়েছে।

এছাড়াও রোহিঙ্গা ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বরিস জনসন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বরিস বলেছেন, প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব হলে রোহিঙ্গা ইস্যু আরো জটিলতা সৃষ্টি করতে পারে। এজন্য প্রত্যাবাসন প্রক্রিয়ায় বিলম্ব করা যাবে না। খুব দ্রুতই এটা করতে হবে।

রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের প্রশংসা করে বরিস বলেন, অন্যক্ষেত্রে (মিয়ানমার) এ নিয়ে কীভাবে কাজ করা যায় তা আন্তর্জাতিক সম্প্রদায়কে ভাবতে হবে। আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাকর প্রত্যাবাসন দেখতে চাই।’

অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন নিয়ে আলোচনা ছড়াও ‘দুদেশের পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বরিস জনসন।

বৈঠকে ঢাকা-লন্ডন বিমানে কার্গো পরিবহন চালু হওয়া ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ পররাষ্টমন্ত্রী।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ