এবার এমনই একটি অ্যাপ্লিকেশন আনতে চলেছে বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া ফেসবুক। যার মাধ্যমে বলে দেবে দেশে কে গরিব আর কে ধনী।
ইতোমধ্যে তার পেটেন্টের জন্য আবেদনও জানিয়েছে ফেসবুক। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজারের ব্যক্তিগত তথ্য থেকে সহজেই তার আর্থ সামাজির অবস্থান জানা যাবে। আর সেটাই বলে দেবে ইউজার ধনী না গরিব।
শুক্রবারই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানিয়েছে ফেসবুক। তবে এখনই মেলেনি পেটেন্ট। সেটির অপেক্ষায় রয়েছে তারা। সেই অ্যাপ্লিকেশন ফেসবুক খুললেই পেয়ে যাবেন ইউজাররা।
তাতে কয়েকটি মাত্র প্রশ্ন করা হবে ইউজারদের। প্রথম প্রশ্নটি হবে ইউজারের বয়স কত? বয়স অনুযায়ী হবে প্রশ্ন। যেমন, ২০ থেকে ৩০ বছর পর্যন্ত বয়সের ইউজারদের প্রশ্ন করা হতে পারে, তাঁর কাছে কতগুলি ইন্টারনেট ডিভাইস রয়েছে? তেমনই ৩০ থেকে ৪০ বছর বয়সীদের প্রশ্ন হবে তিনি নিজের কোনও বাড়ি কিনেছেন কিনা।
এই ধরনের একাধিক প্রশ্ন থেকে যে উত্তর ইউজাররা দেবেন সেই তথ্যের উপর ভিত্তি করেই ধনী এবং গরিবের তথ্য জানিয়ে দেবে ফেসবুক। আরও একটি বিষয় বিচার করা হবে। ফেসবুকে ইউজারের অ্যাক্টিভিটি কতটা।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হিজামার সুন্নাহ দিবস