আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করে আসছি। আমরা আগামী নির্বাচনে অংশ নেব না এ কথা একবারও বলিনি।’ তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সব মেশিনারিজ থাকে সরকারের হাতে। এজন্য আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছি।’
সোমবার রাতে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের একটি টক শোতে অংশ নিযে ফখরুল এসব কথা বলেন। খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন ফখরুল।
খালেদা জিয়ার রায়ের পর বিএনপি কী করবে এ প্রসঙ্গে মহাসচিব বলেন, ‘এখন বলবো না। রায় এখনো দেয়া হয়নি। আইনজীবীরা বলছেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার সুযোগ নেই।’
খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলার কোনো ভিত্তি নেই দাবি করে ফখরুল বলেন, ‘এই ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়া কোনোভাবেই জড়িত নন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কোনো দুর্নীতি পাননি। পরে নতুন তদন্ত কর্মকর্তা দিয়ে অভিযোগ দাঁড় করানো হয়েছে।’
এ সময় ফখরুল জানান, ট্রাস্টের কোনো টাকা খরচ হয়নি। তখন যে টাকা এসেছে তা এখন তিন গুণ হয়েছে এবং ব্যাংকে জমা আছে। এছাড়া দুদক এই মামলা করতে পারে কি না এটা নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব।