আওয়ার ইসলাম: জাতীয় দলে আপাতত ব্যস্ততা না থাকায় ওমরা পালনে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজার। আজ রাতেই তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।
মাশরাফি বিন মুর্তজা খেলার বাইরে একজন সাদা মনের মানুষ। দেশ ও সমাজকে তিনি আলাদা মূল্যায়নে দেখেন সর্বদাই। ধর্ম পালনেও তিনি পিছিয়ে থাকেন না। তিনি দীনের কাজে তাবলিগে সময় দিয়েছেন বলেও জানা যায়।
খেলার মাঠে থাকলেও দেখা যায় সবাইকে নিয়ে নামাজ পড়েন মাশরাফি। আর মাশরাফি বিশ্বাস করেন স্রষ্টার প্রতি তার ভালোবাসাই সাফল্যের অন্যতম কারণ।
তবে ওমরায় যাওয়ার বিষয়টি তিনি গোপন রেখেছেন। এমনকি ঘনিষ্ঠরাও বেশি জানতে পারেনি। আর এ কারণে তার সঙ্গে কে কে ওমরায় যাচ্ছেন বিষয়টি পরিষ্কার নয়।
এর আগে গত মাসে ওমরা পালন করে এসেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং শাহরিয়ার নাফিস। সঙ্গে আরেক সেলিব্রেটি অনন্ত জলিলও ছিলেন।
ওমরাহ পালনে সাকিব-অনন্ত ও শাহরিয়ার নাফিস