মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালেদ বিন আহমাদ আল খলিফা বলেন, জেরুজালেমের মতো পার্শ্ব ও সামান্য বিষয়ে আমেরিকাকে হারানো ঠিক হবে না।
আল খলিফা ইংরেজি ভাষায় করা এক টুইটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের হুমকির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বর্তমানে আমরা যে ধরনের ভয়াবহ হুমকির মুখে আছি তাতে কুদসের মতো পার্শ্ব বিষয়ের জন্য আমেরিকার সাথে সংঘাতে যাওয়া ঠিক হবে না।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম- টুইটারে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।
‘ইরাকি’নামক এক টুইটকারী জানায়, ইতিহাস এদের মত ব্যক্তিদের কিছুতেই ক্ষমা করবে না।
কুদসের জন্য মাথা উঁচু করে মৃত্যুবরণ করা আমেরিকার গোলামি করা থেকেও অনেক ভালো। সে আরো বলে, আমার দীন ও জেরুসালেম রক্ষায় মাথা উঁচু করে মৃত্যুবরণ করবো তবুও তোমাদের মত আমেরিকা ও ইহুদিদের গোলাম হবো না হে বিশ্বাসঘাতক! কেয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে কী জবাব দেবে? সেদিন তো ট্রাম্প তোমাদের কাজে আসবে না ।
অপর টুইটকারী লিখেছেন, আমি বিশ্বাস হয় মন্ত্রী আপনি এ কথা বলতে পারেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে তো আমরা আপনার সাথে ছিলাম।
সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যারা জাতিসংঘে আমেরিকার বিপক্ষে ভোট দেবে তাদের অর্থ সাহায্য বন্ধ করে দেয়া হবে।
ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে বলেন, তারা মিলিয়ন মিলিয়ন এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের কাছ থেকে নেয়; অথচ আমাদের বিরুদ্ধে এরা ভোট দেয়। আমরা এ ভোট প্রত্যক্ষ করবো। তাদেরকে আমাদের বিরুদ্ধে ভোট দিতে দাও, আমরা হতাশ হচ্ছি না, আমরা দেখে নিব।
জাতিসংঘে নিযুক্ত ওয়াশিংটনের স্থায়ী প্রতিনিধি নিকিহিলি জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূতদের লক্ষ্য করে বলেন, ট্রাম্প এই ভোটকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। যারা ভোট দিয়েছে তাদের বিষয় আমি প্রেসিডেন্টকে অবহিত করবো।
সূত্র : ওয়াতন