শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

জেরুসালেমের মতো সামান্য ইস্যুতে আমেরিকার সঙ্গে কোনো উত্তেজনা নয়: বাহরাইন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালেদ বিন আহমাদ আল খলিফা বলেন, জেরুজালেমের মতো পার্শ্ব ও সামান্য বিষয়ে আমেরিকাকে হারানো ঠিক হবে না।

আল খলিফা ইংরেজি ভাষায় করা এক টুইটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের হুমকির বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বর্তমানে আমরা যে ধরনের ভয়াবহ হুমকির মুখে আছি তাতে কুদসের মতো পার্শ্ব বিষয়ের জন্য আমেরিকার সাথে সংঘাতে যাওয়া ঠিক হবে না।

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম- টুইটারে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

‘ইরাকি’নামক এক টুইটকারী জানায়, ইতিহাস এদের মত ব্যক্তিদের কিছুতেই ক্ষমা করবে না।

কুদসের জন্য মাথা উঁচু করে মৃত্যুবরণ করা আমেরিকার গোলামি করা থেকেও অনেক ভালো। সে আরো বলে, আমার দীন ও জেরুসালেম রক্ষায় মাথা উঁচু করে মৃত্যুবরণ করবো তবুও তোমাদের মত আমেরিকা ও ইহুদিদের গোলাম হবো না হে বিশ্বাসঘাতক! কেয়ামতের দিন তোমরা আল্লাহর কাছে কী জবাব দেবে? সেদিন তো ট্রাম্প তোমাদের কাজে আসবে না ।

অপর টুইটকারী লিখেছেন, আমি বিশ্বাস হয় মন্ত্রী আপনি এ কথা বলতে পারেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে তো আমরা আপনার সাথে ছিলাম।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যারা জাতিসংঘে আমেরিকার বিপক্ষে ভোট দেবে তাদের অর্থ সাহায্য বন্ধ করে দেয়া হবে।

ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে বলেন, তারা মিলিয়ন মিলিয়ন এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের কাছ থেকে নেয়; অথচ আমাদের বিরুদ্ধে এরা ভোট দেয়। আমরা এ ভোট প্রত্যক্ষ করবো। তাদেরকে আমাদের বিরুদ্ধে ভোট দিতে দাও, আমরা হতাশ হচ্ছি না, আমরা দেখে নিব।

জাতিসংঘে নিযুক্ত ওয়াশিংটনের স্থায়ী প্রতিনিধি নিকিহিলি জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূতদের লক্ষ্য করে বলেন, ট্রাম্প এই ভোটকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। যারা ভোট দিয়েছে তাদের বিষয় আমি প্রেসিডেন্টকে অবহিত করবো।

সূত্র : ওয়াতন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ