শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

এবার ফিলিস্তিনের খ্রিষ্টান ধর্মযাজকরাও প্রত্যাখ্যান করলেন ট্রাম্পের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-জাজিরার খবরে জানানো  হয়েছে,  জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের খ্রিষ্টান নেতারা। তারা বলছেন, এ সিদ্ধান্ত বিপজ্জনক ও অপমানকর।

জেরুজালেমের গ্রিক অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাল্লাহ হান্না বলেন, জেরুজালেম খ্রিষ্টান ও মুসলমানদের পবিত্র ও আধ্যাত্মিক ভূমি। সেই সঙ্গে এটি উভয় ধর্মের ঐতিহ্যপূর্ণ শহর। এ শহর নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আক্রমণাত্মক। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

ওই বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা ফিলিস্তিনের মুসলিম ও খ্রিষ্টানরা জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করলাম।

যুক্তরাষ্ট্র দখলদারদের হাতে জেরুজালেম তুলে দিয়েছে, কিন্তু এটি ইসরায়েলের প্রাপ্য নয়।
আর্চবিশপ আতাল্লাহ এমন এক সময় এই মন্তব্য করলেন যখন ক্রিসমাসকে সামনে রেখে রোববার সেখানে উৎসব অনুষ্ঠিত হয়।

আল-জাজিরার হুদা আবদেল-হামিদ জেরুজালেমের বেথেলহেম থেকে জানান, ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে সংহতি জানাতে ফিলিস্তিনি খ্রিষ্টানদের আয়োজনে যোগ দিয়েছিলেন অনেক মুসলিমও।

যিশুখ্রিস্টের জন্মস্থান বলে খ্যাত বেথেলহেমে বছরের এ সময়ে অনেক বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের সমাগম থাকে। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় এবার সেখানে কমে গেছে মানুষের ভিড়।

উল্লেখ্য, গেলো ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরইমধ্যে জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে প্রতিবাদে ভোটাভুটিও হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ