শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

চাঁদপুরে ৩ দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন কাল : থাকবেন আল্লামা আহমাদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ মোশাররফ
চাঁদপুর থেকে 
চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চবিদ্যালয় মাঠে কাল ২০ ডিসেম্বর বুধবার থেকে শুরু হচ্ছে ৪৪ তম ইসলামী মহাসম্মেলন।

স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের উদ্যোগে আয়োজিত উক্ত সম্মেলনে দেশ বরেণ্য উলামায়ে কেরামদের পাশাপাশি দেশের বাইরে থেকেও দুজন আলেমে দ্বীন তাশরীফ আনবেন।

তিন দিনব্যাপী উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনবেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দা.বা.। সভাপতিত্ব করবেন বাহাদুরপুরের পীর মাওলানা মবিনউদ্দিন আহমাদ নওশিন মিঞা দা.বা.।

সম্মেলনে কোন দিন কে থাকছেন?
১ম দিন-২০ ডিসেম্বর-বুধবার:
আল্লামা আব্দুল আওয়াল খতিব, ডিআইটি জামে মসজিদ নারায়নগঞ্জ, মাওলানা নুরুল ইসলাম শরিফ (নোয়াখালী), মাওলানা জাফর আহমাদ, মোহতামিম এমদাদিয়া মাদরাসা চাঁদপুর, মাওলানা নুরুল আমিন জিহাদী, আল-করিম মাদরাসা, হাফেজ ফরিদ আহমাদ, হাফেজ কবির আহমেদ, পুরাণবাজার জামে মসজিদ, প্রমুখ ওলামায়ে কেরাম।

২য় দিন ২১ ডিসেম্বর বৃহস্পতিবার:
আওলাদে রাসূল সা. শায়খ নাছির বিল্লাহ মাক্কি (মক্কা), সায়্যিদ আশাহাদ (মুরাদাবাদ, ভারত),  আল্লামা শাহ্ আব্দুল হালিম বোখারী (পটিয়া,চট্টগ্রাম), সৈয়দ ইছাহাক মোঃ আবুল খায়ের, সাহেবজাদা পীর সাহেব চরমোনাই র.,

মাওলানা আব্দুল মালেক ফয়েজী (বি-বাড়িয়া), মুফতি সিরাজুল ইসলাম, মোহতামিম চাঁদপুর রেলওয়ে দারুসুন্নাহ মাদরাসা, মাওলানা খাজা আহমদুল্লাহ, মোহতামিম জাফরাবাদ কাসেমুল উলুম মাদরাসা, হানজালা আহমদ, পীরজাদা বাহাদুরপুর।

তৃতীয় দিন ২২ ডিসেম্বর শুক্রবার:
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী দা.বা. , আল্লাম শাহ্ সালাউদ্দিন, পীর সাহেব নানুপুর, মুফতি আবু সাঈদ, প্রধান মুফতি ফরিদাবাদ মাদরাসা, মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ  সেন্টার ঢাকা, মাওলানা মুজিবুর রহমান হক্কানী, খলিফা আল্লামা আহমদ শফি

মাওলানা মুফতি ইলিয়াস (ঢাকা), মুহাম্মদ ইউনুছ আলী(চুয়াডাঙ্গা), মুফতি শাহাদাৎ হুসাইন কাসেমী, খতিব, পুরাণবাজার জামে মসজিদ, মাওলানা ইলিয়াস ফরিদী, খতিব পুরাণবাজার ৫ নং ঘাট মসজিদ, মুফতি মাহবুবুর রহমান, খতিব ঐতিহাসিক চাঁদপুর বেগম জামে মসজিদ ও মাওলানা বিএম মোস্তফা কামাল -ভাইস প্রিন্সিপাল ওসমানীয়া মাদরাসা।

এদিন আল্লামা শাহ আহমাদ শফী বেলা বারোটায় হেলিকাপ্টার যোগে চাঁদপুরে আসবেন এবং জুমার নামাজ ও মুনাজাত পরিচালনা করবেন বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ