বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে জিয়া পরিবার ৯৫০ কোটি টাকা লুটে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন।
বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় ভাঙা স্যুটকেস থেকে জাহাজ বেরিয়েছে। কোকো-১, কোকো-২; ইন্ডাস্ট্রি বেরিয়েছে। এখন আবার দেখছি শপিং মল বেরোচ্ছে, ফ্ল্যাট বেরোচ্ছে, হাজার হাজার কোটি টাকা বেরোচ্ছে। বাংলাদেশের ব্যাংক থেকে ৯৫০ কোটি টাকা তারা লুটে নিয়ে গেছে। তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, তারা আবার স্বপ্ন দেখে রাজনীতি করার। ’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের জনগণের কাছে আমার এটাই আহবান, এই বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, যারা এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায়, এই দেশের মানুষ যেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত হয়। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা বাস্তবায়ন করছি।’
শেখ হাসিনা বলেন, ‘যারা সৃষ্টি করে, যারা ত্যাগ স্বীকার করে, তাদের যে দরদ থাকে, তাদের যে আন্তরিকতা থাকে, সেটা কিন্তু ওই উড়ে এসে ক্ষমতায় জুড়ে যারা বসে, অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাদের থাকে না। তারা ভোগ-বিলাসে জীবন কাটায়, তারা দেশের অর্থ বিদেশে পাচার করে।’
আলোচনাসভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনামূলক উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন।
আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও শেখ ফজলুল করিম সেলিম, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। আলোচনাসভাটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।