ভারতের বিতর্কিত টিভি আলোচক জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে অস্বীকার করেছে ইন্টারপোল।
জাকির নায়েকের আইনজীবীকে একটি চিঠিতে ইন্টারপোল জানিয়েছে ভারত সরকার রেড কর্নার নোটিশ জারি করার যেদাবি জানিয়েছিল তা বাতিল করা হয়েছে।
পর্যাপ্ত প্রমাণ না থাকাতেই এই আবেদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল।
অন্যদিকে জাকির নায়েক এক ভিডিও বার্তায় জানিয়েছের যে তিনি শীঘ্রই ভারতে আসতে চান।
জাকির নায়েকের আইনজীবী পিটার বিনিং কিছুদিন আগে ইন্টারপোলকে দেয়া এক চিঠিতে জাকির নায়েকের বিরুদ্ধে জারি হওয়া নোটিশ তুলে নেয়ার অনুরোধ করেন।
এর আগে ভারতের তরফ থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়, যাতে জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয় ও তাকে ভারতে ফিরিয়ে এনে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে শাস্তির ব্যবস্থা করা হয়।
বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন জাকির। বাংলাদেশে গুলশন হামলার পর ২০১৬-র ১ জুলাই ভারত ছেড়ে পালিয়ে যান তিনি। ওই বছরের ডিসেম্বরে তার বিরুদ্ধে মামলা হয়। এরপর তার সংস্থা আইআরএফ-কে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
এনআইএ জানায়, সাম্প্রদায়িক হিংসা ছড়াতে প্রচার চালাচ্ছে জাকির নায়েকে। এমনকি যেসব ভারতীয় যুবক দেশ ছেড়ে আইএসে যোগ দিতে যান, তারাও ধরা পড়ার পর জানিয়েছেন যে তারা জাকিরের কথায় প্রভাবিত হয়েছিলেন।