আওয়ার ইসলাম: আজ মহান বিজয় দিবস। বাঙালির অধিকার আদায়ে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী মুক্তির লড়াইয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পন করে।
পাক বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশে নামে একটি নতুন ভুখন্ড।
১৯৭২ সালের ২২ জানুয়ারি এক প্রজ্ঞাপনে ১৬ ডিসেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল। বিজয় দিবস উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। মারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
রাজধানীসহ দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়কদ্বীপ সাজানো হবে জাতীয় পতাকায়। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় থাকবে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বেতার ও টেলিভিশনে সম্প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা।
দেশবাসী অসীম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতাযুদ্ধে প্রাণ উত্সর্গকারী শহীদদের, নির্যাতিত মা-বোনদের। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নামবে। সারা দেশেই মানুষ অংশ নেবে বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে।
বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপরসন পৃথক বাণী দিয়েছেন। বাণীতে মুক্তিযুদ্ধের বীর আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের সফলতা-সমৃদ্ধি কামনা করা হয়।
এসএস/