আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন লালদিঘি ময়দানে।
শুক্রবার বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নগরীর চশমা হিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীর লাশ সমাহিত করা হয়।
এর আগে নগরীর দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এ সময় চোখের জলে কফিনে ফুলের তোড়া দিয়ে প্রিয় নেতা মহিউদ্দিন চৌধুরীকে শেষ বিদায় জানান নেতাকর্মী ও শুভাকক্সিক্ষীরা। এরপর জানাজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বর্তমান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ অনেকে জানাজায় অংশ নেন।
জানাজায় ঐতিহাসিক লালদিঘীর মাঠ পেরিয়ে মানুষের ঢল রাস্তায় চলে আসে। স্মরণকালের বৃহত্তম এই জানাজা অনেকটা ঠাসঠাসি করে পড়তে হয়। জানাজা শেষে লালদিঘী মাঠে কান্নায় ঢলে পড়েন শত শত নেতাকর্মী ও স্বজনরা।
ফলে অনেক কষ্টে মরহুমের কফিন পারিবারিক কবরস্থানে নিতে হয় বলে জানান মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।