শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

বিজয় দিবসে যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ কারণে সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ওই এলাকার কয়েকটি সড়ক বন্ধ থাকবে। তবে এসব সড়কে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যান ছাড়া অন্য কোনো যানবাহন চলবে না।

এ ছাড়া আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে আগামীকাল সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া উপলক্ষে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। আজ ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
আগামীকাল শেরেবাংলা নগরের প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ কারণে প্যারেড স্কয়ার-সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া সকাল সাতটা বেলা একটা পর্যন্ত অন্য কোনো যান চলবে না। এর মধ্যে আছে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন খেজুর বাগান ক্রসিং থেকে বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং হয়ে রোকেয়া সরণি থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত। শ্যামলীর শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত। বিজয় সরণি ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত। এ ছাড়া শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গণভবন স্কুল ক্রসিং এবং পরিকল্পনা কমিশন থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা
প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজে যেতে আমন্ত্রিত অতিথিদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, আমন্ত্রণপত্রের পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত গেট দিয়ে প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ এলাকায় ঢুকতে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি পার্ক করার জন্য পরামর্শ দেওয়া হলো।

সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আগামীকাল ভোররাত সাড়ে চারটার দিকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার স্মৃতিসৌধে যাবেন। এ কারণে আজ দিবাগত রাত সাড়ে তিনটা থেকে পরদিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত এই সড়কে বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলীর আমিন বাজার সেতু ও সাভার সড়কের পরিবর্তে বিকল্প রাস্তা হিসেবে ঢাকার বিমানবন্দর সড়ক হয়ে আবদুল্লাহপুর ক্রসিং এবং আশুলিয়া সড়কে চলতে বলা হয়েছে। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী গাড়ির চালককে নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করতে হবে। এ ছাড়া টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় ঢুকবে।

—কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহ করা ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১, সক-২, সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রিনে প্রদর্শন করতে বলা হয়েছে।

—ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১, সক-২ সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকারযুক্ত যানবাহন বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে হবে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্ক করতে হবে।

—আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে হবে।

বঙ্গভবন এলাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাঁদের যানবাহন চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলকারী গাড়ির চালকদের ওই দিন দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথে চলতে হবে।

জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস হয়ে রাজউক ক্রসিং পর্যন্ত জনসাধারণের যান চলাচল বন্ধ থাকবে। শুধু উড়ালসড়ক ব্যবহারকারী যানসমূহ প্রবেশ করতে পারবে। এ ছাড়া আহাদ পুলিশ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, মতিঝিলের আলিকো থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে রাজউক ক্রসিং পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখে কোনো প্রকার যান চলাচল করা যাবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না। সূত্র: বাসস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ