আওয়ার ইসলাম: প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয় (PNU) রিয়াদ সৌদি নারীদের ড্রাইভিং ও ট্রাফিক বিধি-বিধান শিক্ষা প্রদানের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয় (PNU) রিয়াদ-এর রেক্টর ড. হুদা বিনতে মুহাম্মদ বলেন, সৌদি নারীদের জন্য স্থাপিত সর্বপ্রথম ড্রাইভিং স্কুল এটি।
সম্প্রতি বাদশাহ সালমান নারীদের ড্রাইভিং করার অনুমতি প্রদান করে এক রাষ্ট্রীয় ফরমান জারি করেন। সেই আলোকে ২৪ নভেম্বর, ২০১৭ প্রিন্সেস নাওরা বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. হুদা বিনতে মুহাম্মদ আল-আমিল ও ডাইরেক্টরি অব ট্রাফিকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব মুহাম্মদ আল-বাসসামির সাথে স্কুল স্থাপন বিষয়ে এক যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ স্কুল হাতে কলমে ও সরাসরি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান ও পুরুষদের মতো ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে।
সূত্র: আরব নিউজ