হাওলাদার জহিরুল ইসলাম: আজ বিকেলে পাকিস্তানের জাতীয় প্রেসক্লাবের সামনে পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ ‘রাওয়াল পিন্ডি ইসলামাবাদ ইউনিয়ন অব জার্নালিস্ট’ এর আয়োজন করে৷
হামিদ মীর বলেছেন, মিডিয়া বন্ধ করে আন্দোলন দমন করার মানসিকতা পরিহার করতে হবে৷ মিডিয়া না থাকলে জনগণের কাছে ভুল বার্তা বেশি যায়৷ মিডিয়া বন্ধ করে সরকার আন্দোলন দমাতে পারবে না৷ আলোচনার মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।
পাকিস্তানে গতকাল কয়েকটি টিভি চ্যানেল ও সব ধরনের সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে তিনি এসব কথা বলেন৷
উল্লেখ্য, পাক রাজধানী ইসলামাবাদে গত কয়েক দিন থেকে ‘তেহরিক ই লাব্বাইক’ নামে একটি আন্দোলন চলছে৷ পাক সংসদে একজন মন্ত্রী খতমে নবুওয়ত আইনে সংশোধনের দাবী উত্থাপন করায় মন্ত্রীর অপসারণ ও খতমে নবুওয়ত আইন বহাল রাখার দাবীতে ওই আন্দোলন হচ্ছে৷
আর পাক সরকার বিক্ষোভকারীদের দমন করতে নানা প্রকার চাপ প্রয়োগ করে আসছে৷ এ নিয়ে ইসলামাবাদে কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷
দ্য ডন