আওয়ার ইসলাম: হাফিজ সইদ ছাড়া পাওয়ায় পাকিস্তানের উল্লাস তো চলছেই, তবে তারই মধ্যে ভারতের এক গ্রামও সামিল হল উল্লাসে। তাও আবার খোদ বিজেপি–র ‘পোস্টারবয়’ যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের গ্রাম শিবপুরী!
গ্রামটি লখিমপুর জেলার অন্তর্গত। জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্তে নেমে পুলিশ উদ্ধার করেছে বেশ কয়েকটি পাকিস্তানের পতাকা।
কোনও রকম গোষ্ঠীসংঘর্ষ এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশবাহিনী।
প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার শিবপুরী এলাকার কয়েকটি পরিবার হাফিজ সইদের মুক্তিতে উৎসব পালন করে। ওড়ানো হয় পাকিস্তানের পাকিস্তানের পতাকা। সইদের নামে জয়ধ্বনিও দেওয়া হয়।
পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশবাহিনী। প্রশাসনের তরফে এলাকায় শান্তি বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
২০০৮ মুম্বই হামলার মূলচক্রী হিসেবে আখ্যা দিয়ে আসছে ভারত। সেই রাষ্ট্রেই তার জন্য আনন্দ মিছিলে ঘুম হারাম হয়ে গেছে প্রশাসনের।
সূত্র: আজকাল ইন্ডিয়া