আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে বাঁচতে রাশিয়ার সহায়তা চেয়েছে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় এ সহায়তা চান ওমর আল বশির।
এ সময় সুদানের বিপদের দিনে পাশে থাকার জন্য তিনি রাশিয়াকে ধন্যবাদ জানান।
ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
দুই নেতার সাক্ষাতে ওমর আল বশির বলেন, সুদান ও মধ্যপ্রাচ্যে যে আঞ্চলিক সমস্যা তার পুরোটাই যুক্তরাষ্ট্রের সৃষ্টি। উন্নয়নশীল দেশগুলোকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র এসব পলিসি নিয়ে থাকে। এ সমস্যা থেকে এই অঞ্চলকে বের করে শান্তি ফিরিয়ে আনতে হলে রাশিয়াকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব নীতির কারণে সুদানের জনগণ দুগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। যার ফল আমাদের জন্য খুবই খারাপ। যুক্তরাষ্ট্রের এমন কৌশলী আগ্রাসী নীতি থেকে দেশকে রক্ষা করতে হলে রাশিয়ার সহায়তা প্রয়োজন।
১৯৯৭ সালে ওয়াশিংটন প্রথমবারের মতো সুদানের ওপর অবরোধ আরোপ করে। সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে ওই অবরোধ আরোপ করা হয়। এর পর ২০০৬ সালে আবারও সুদানের ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
গত মাসে যুক্তরাষ্ট্র সুদানের ওপর আরোপিত বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
সাক্ষাতে পুতিন বলেন, সুদান প্রেসিডেন্টের রাশিয়া সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।