আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
জিম্বাবুয়ের স্বাধীনতার ৩৭ বছর পর দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছে এমারসন মঙ্গাওয়া।
তিনি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় শপথ গ্রহণ করেন।
তার শপথগ্রহণের মধ্য দিয়ে বহু নাটকীয়তা অবসান ঘটিয়ে নতুন যুগে প্রবেশ করলো জিম্বাবুয়ে। তার শপথ গ্রহণের সময় রাস্তায় নানা বয়সী মানুষ নেমে আসে এবং উল্লাস প্রকাশ করে।
শপথ বাক্যে মঙ্গাওয়া বলেন, ‘আমি এমারসন ডাম্বুডজা মঙ্গাওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলাম। আমি অবশ্যই জিম্বাবুয়ের আইন ও সংবিধানের প্রতি বিশ্বস্ত ও অনুগত থাকবো।’
দেশটির প্রধান বিচারপত্রি এ শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণের পরপরই তাকে সামরিক বাহিনীর সর্বাধিনায়ক চেইন ও পদকসমূহ লাগিয়ে দেয়া হয়।
৭৫ বছর বয়স্ক মঙ্গাওয়া সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু নিজ স্ত্রীকে উত্তসূরী করতে মঙ্গাওয়াকে পদচ্যূত করেন তিনি।
অন্যদিকে ক্ষমতাচ্যূত প্রেসিডেন্টের রবার্ট মুগাবের (৯৩) এর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : ডেইলি সাবাহ