নিহার মামদুহ
প্রতিবেদক
দেশের সর্বস্তরে বাংলাভাষার প্রচলনের ভাষানীতি প্রণয়ন করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে সংসদ সদস্য আবদুল লতিফ তার পশ্নে মন্ত্রীর কাছে জানতে চান, দেশে একটি ভাষা নীতি প্রণয়ণ করার পরিকল্পনা সরকারের আছে কিনা এবং থাকলে কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাতৃভাষার প্রসার ও উন্নয়নে যথষ্টে গুরম্নত্ব দিয়ে আসছে। বাংলা একাডেমি একটি ভাষা নীতি প্রণয়নের কাজে সহযোগিতা করার জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রথম খন্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ দ্বিতীয় খন্ড (সংস্করণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাবহারিক ব্যাকরণ (পুনর্মুদ্রণ), বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম (পুনর্মুদ্রণ), আধুনিক বাংলা অভিধান ইত্যাদি গ্রন্থগুলো প্রকাশ করেছে।