হাওলাদার জহিরুল ইসলাম
বৃটেনের বিখ্যাত দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, কিছু দিন আগে দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া সৌদি প্রিন্স ওয়ালিদ বিন তালালসহ অন্যান্য প্রিন্সদের রিমান্ডে দিয়েছেন সৌদির একটি বিশেষ আদালত৷ রিয়াদের একটি ফাইভ স্টার হোটেলের বাইরে অস্থায়ী আদালতে তাদেরকে রিমান্ড দেয়ার সিদ্ধান্ত হয়৷
ওয়ালিদ বিন তালালের আইনজীবি জানিয়েছেন, প্রিন্স তালালকে সাধারাণ কয়েদিদের মতো হোটেল থেকে টেনে হেঁচড়ে বাইরে আনা হয়৷ এরপর তাকে অপমানজনকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়৷
ডেইলি মেইল আরো জানিয়েছে, রিমান্ডে নেয়া যুবরাজদের জিজ্ঞাসাবাদের সময় ‘ব্লাক ওয়াটার’ও ব্যবহার করা হয়৷ আর এটা সৌদির বিভিন্ন টুইট একাউন্ট থেকে প্রচারো করা হয়৷ ফলে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে৷ তবে সৌদি প্রশাসন ব্লাক ওয়াটার ব্যবহারের কথা অস্বীকার করেছে৷
খবর: ডেইলি পাকিস্তান