হাওলাদার জহিরুলা ইসলাম: সৌদি বাদশাহ শাহ সালমান বিন আবদুল আজিজ গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন।
সৌদির সরকারি গণমাধ্যমের সূত্র মতে দু্ই দেশের প্রধান বহু দিন ধরে সিরিয়াতে চলমান সংকট নিয়ে কথা বলেছেন। কীভাবে খুব দ্রুত সময়ে সিরিয়া সমস্যার সমাধান করা যায়া সে বিষয়েও তাদের মাঝে মতবিনিময় হয়।
ভ্লাদিমির পুতিনের সাখে সৌদি বাদশাহর ফোনালাপ সিরিয়ার বাশারুল আসাদের রাশিয়া সফর থেকে ফেরার পরপরই অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, কয়েকদিন আগেই সিরিয়ার বাশারুল আসাদকে রাশিয়া সফরে আব্হান করেছিলেন পুতিন। সেখানে তাকে সিরিয়াতে (রাশিয়া-ইরান-তুরস্কের) যুদ্ধ বিগ্রহ দ্রুত বন্ধ করতে উগ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়।
সূত্র: আল আরাবিয়া