আওয়ার ইসলাম: জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়াসহ ৬ জনের ফাঁসি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের ফাঁসি দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।
আবদুল আজিজ ছাড়া অন্য আসামিরা হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ছয় আসামির বিরুদ্ধে। অভিযোগের সবগুলোই প্রমাণিত হওয়ায় তাদের ফাঁসি দেয় আদালত।