আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের এক অভিযানে নিহত হয় ৬ কাশ্মিরি। কাশ্মিরের বান্দিপোরা জেলায় আইনশৃঙ্খলা বাহিনী গত রোববার অভিযান চালালে তারা নিহত হয।
নিতদের ৬ জনকে জঙ্গি-সন্ত্রাসী বলে খবর প্রকাশে করে গণমাধ্যম। ফলাও করে প্রকাশ করা হয় ওই ছয় জনের ছবি।
তবে পত্রিকা প্রকাশের পর একটি ছবি দেখে চমকে যান কাশ্মীরের বাবাবওয়ালা আবদুল মজিদ। তিনি জানান, ছবিটি তার ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া হয়েছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়, কাবাবওয়ালা আবদুল মজিদ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বাসিন্দা। তাঁর দুই সন্তান রয়েছে।
সংবাদমাধ্যমে তার ছবি প্রকাশ হওয়াকে যড়যন্ত্রমূলক উল্লেখ করে বার্তা সংস্থা পিটিআইকে মজিদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে আমার ছবি দেখে আমি বিস্মিত হয়ে পড়ি। কেউ আমার ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে নিহত জঙ্গি হিসেবে চালিয়ে দিয়েছে।’
জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিয়ে মজিদ বলেন, ‘আমি তো কোনো জঙ্গি নই। তবে কেন আমার ছবি তারা প্রকাশ করল? এটা রাজ্য সরকার ও গণমাধ্যমগুলোর গাফিলতির কারণেই হয়েছে।’
এ ঘটনায় পুলিশি তদন্ত দাবি করেছেন কাবাবওয়ালা মজিদ। তিনি বেশ ক্ষুব্ধও হন এ ঘটনায়।