মইনুদ্দিন তাওহিদ
টঙ্গী থেকে
একদিন আগেই শেষ হলো তাবলিগ জামাতের জোড় ইজতেমা। নানা অস্থিরতা ও বহুমুখি প্রতিকূলতার মধ্য দিয়ে চলছিল তাবলিগ জামাতের পাঁচদিনের জোড়।
তবে আজ সোমবার আসরের আগে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, মাগরিবের আগেই জোড় সমাপ্ত হবে। তখন টঙ্গী মাঠে অবস্থানরত তাবালিগের সাথীদের মাঝে নানারকম গুঞ্জন শুরু হয়।
মঞ্চের মাইক থেকে একদিন আগে জোড় সমাপ্তির কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে সাথীদের মধ্যে এই কানাঘুষা শুরু হয়।
জানা যায়, বিশৃঙ্খলতা এড়াতে এবং ভারতের দিল্লি মারকায থেকে আগত সাথীদের বয়ান ও পরামর্শে অংশ না নেওয়া নিয়ে বিরোধ চলছে কাকরাইলের শীর্ষ মুরুব্বীদের ভেতরে। অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আগেই জোড় ইজতেমা শেষ করে দেওয়া হয়েছে আজ সোমবার।
আসরের নামাজের পর মাওলানা আব্দুর রশিদ সাহেবের সংক্ষিপ্ত হেদায়াতী বয়ান এবং মাওলানা জুবায়ের আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে এবারের জোড় শেষ হয়েছে।
স্বাভাবিকভাবে শুক্রবার বাদ ফজর শুরু হওয়া পাঁচদিনের এই জোড় আগামীকাল দুপুর পর্যন্ত চলবার কথা ছিল।
উল্লেখ্য, প্রতি বছরই তিনচিল্লার সাথীদের নিয়ে পাঁচদিনব্যাপী এই জোড় চলে আসছে। তবে এবারই প্রথম একদিন হাতে রেখে সমাপ্ত করা হয়েছে জোড় ইজতেমা। চিল্লার প্রস্তুতি গ্রহনকারী সাথীরা আজ বা আগামীকালের মধ্যেই ময়দান ছাড়বেন বলে জানা গেছে।
আরএম