জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান সাহেবের ইন্তেকাল
প্রকাশ:
১৯ মার্চ, ২০২৫, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আল জামিয়াতুল জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস ও কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।) ১৯ মার্চ (বুধবার) দুপুর ৩টার দিকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। হযরত দীর্ঘ প্রায় চল্লিশ বছর কিশোরগঞ্জের আল জামিয়াতুল জামিয়া ইমদাদিয়ায় শিক্ষকতার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া’ গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। মরহুম হযরতের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়ার আবেদন করা হয়েছে। এমএম/ |