নিহার মামদুহ
প্রতিবেদক
কুয়েত এয়ারওয়েজে ইসরাইলি নাগরিকদের ভ্রমণাধিকার নেই বহুদিন ধরেই। কুয়েতের বাণিজ্য আইনের কারণে তাদেরকে পরিবহন করতে পারে না কুয়েত এয়ারওয়েজ।
কুয়েতের আইন অনুযায়ী, কুয়েতি কোনো কোম্পানি ইসরায়েলের সঙ্গে কোনোরকম ব্যবসা করতে পারবে না৷ সেই আইন অনুযায়ী, ইসরায়েলি কোনো নাগরিককে বিমান টিকিটও দিতে পারে না কুয়েত এয়ারওয়েজ৷
সম্প্রতি কুয়েতের এ আইনকে সমর্থন দিয়েছে জার্মানির একটি আদালত। জার্মানির ফ্রাংকফুর্ট শহরের একটি আদালত গত বৃহস্পতিবার জানিয়েছে, ইসরায়েলি নাগরিকদের শুধুমাত্র তাঁদের নাগরিকত্বের জন্য বিমানে বহন না করার আইনি অধিকার রয়েছে কুয়েত এয়ারওয়েজের৷
আদালতের রায়ে উল্লেখ করা হয়, একজন ব্যক্তিকে বহন করায় যদি কুয়েতের বেশ কয়েকজন মানুষকে ভয়াবহ আইনি পরিনতির শিকার হতে হয়, তাহলে তা করা যুক্তিসঙ্গত নয়৷
প্রসঙ্গত, ২০১৬ সালে কুয়েত এয়ারওয়েজে ফ্রাংকফুর্ট থেকে কুয়েত সিটি হয়ে ব্যাংককে যেতে চেয়েছিলেন এক ইসরায়েলি৷ কিন্তু বিমান কোম্পানি তাঁকে টিকিট দিতে অপারগতা প্রকাশ করলে আদালতে মামলা করেন তিনি৷
ফ্রাংকফুর্ট ছাড়াও সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও একই ধরনের মামলার শিকার হয়েছে কুয়েত এয়ারওয়েজ৷
তবে সেসব দেশের আদালত অবশ্য বিমান সেবাদাতা প্রতিষ্ঠানটির বিপক্ষে রায় দিয়েছে৷
জার্মানির আদালতের রায় পক্ষে গেলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে কুয়েত এয়ারওয়েজ৷
ফ্রাংকফুর্টের মেয়র উয়ে বেকার এ বিষয়ে বলেন, ‘আমার মতে, একটি এয়ারলাইন, যারা কিনা ইসরায়েলের যাত্রী বহন না করে বৈষম্য এবং ইহুদিবিদ্বেষ চর্চা করছে, তাদের ফ্রাংকফুর্টে উড্ডয়ন বা অবতরণের অনুমতি দেয়া উচিত নয়৷’
সূত্র : ডয়েচ ভেলে