বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

শীর্ষ গেরিলা নেতা নিহত, স্বাধীনতার দাবিতে উত্তাল কাশ্মীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষস্থানীয় গেরিলা নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভের আশঙ্কায় আজ (শনিবার) কাশ্মিরের কয়েকটি জেলায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি পারিমপোরা, রায়নাবাড়ি, এম আর গঞ্জ, নৌহাট্টা, খানইয়ার এবং সাফাকদল থানা এলাকায় ১৪৪ ধারা অনুসারে কারফিউয়ের মত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া মৈসুমা ও ক্রালখুদে আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাশ্মির উপত্যাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় শ্রীনগরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।

স্পর্শকাতর এলাকায় জম্মু-কাশ্মির পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা এজেন্সিগুলোর সমস্ত কর্মকর্তা পরিস্থিতির দিকে একনাগাড়ে নজর রেখে চলেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় জাকুরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গেবন্দুকযুদ্ধে 'আনসার উল গাজওয়াতুল হিন্দ' গেরিলা সংগঠনের শীর্ষ নেতা মুগীস আহমেদ মীর নিহত হন। ওই ঘটনায় ইমরান টাক নামে পুলিশের এক কর্মকর্তাও নিহত হন।

আজ (শনিবার) সকালে মুগীস আহমেদ মীরের জানাজায় কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। এ সময় ক্ষুব্ধ মানুষজন স্বাধীনতা দাবিসহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ