হাওলাদার জহিরুল ইসলাম: সৌদি আরবের সমুদ্র উপকুলীয় শহর জেদ্দার আবাসিক হোটেলগুলোতে সব ধরনের মিউজিক পার্টির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার৷
সৌদি গণমাধ্যম বলছে, সৌদি বাদশাহর উপদেষ্টা ও মক্কা রিজনে’র প্রধান প্রিন্স খালিদ আল ফয়সালের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়৷ যাতে বলা হয়েছে, জেদ্দা শহরে অবস্থিত আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের গান-বাদ্যের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না৷
সৌদি গণমাধ্যম সূত্র মতে, নিষেধাজ্ঞা জারি করার পূর্বে জেদ্দার গভর্নর মক্কার আমীরের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে, জেদ্দার অনেক আবাসিক হোটেলে লাইসেন্স বা অনুমোদন ব্যতীতই মিউজিক পার্টির আয়োজন করে চলেছে৷ এমনকি সেগুলো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হচ্ছে৷
সরকারি ভাষ্য মতে, হোটেল মালিকদেরকে নতুন লাইসেন্স নেয়ার আগ পর্যন্ত সব ধরনের মিউজিক কনসার্ট ও গান বাদ্যের অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে৷
সূত্র:আরব দুনিয়া