নিহার মামদুহ
প্রতিবেদক
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি ফিলিস্তিন কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ ও হামাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল সর্বসম্মতভাবে পাস করেছে।
গত বুধবার বিলটি পাস হয়।
‘টেইলর ফোর্স অ্যাক্ট’ নামের এ বিলে বলা হয়েছে, যেসব ফিলিস্তিনি নাগরিক ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হাতে শহিদ হয়েছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ না করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক সহায়তা দেয়া হবে না।
মার্কিন প্রতিনিধি পরিষদের এ কমিটি ‘হামাস হিউম্যান শিল্ডস প্রিভেনশন অ্যাক্ট’ নামে আরেকটি বিলের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এ বিলে বলা হয়েছে- বিশ্বের যেসব সরকার, প্রতিষ্ঠান বা ব্যক্তি হামাসকে আর্থিক কিংবা বস্তুগত সহায়তা দেবে তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
বিলটি এখন আইন পরিণত করার প্রক্রিয়া হিসেবে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে তোলা হবে।