আওয়ার ইসলাম : মিয়ানমারবাসীর জন্য শান্তির বারতা নিয়েই আসছেন খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানে এ কথা জানান তিনি।
আগামী সপ্তাহেই নেইপিদো সফরে যাবেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস খাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চলমান সহিংসতায় কয়েক লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসার পর পোপ ফ্রান্সিস সেদেশ সফরে আসার ঘোষণা দিয়েছেন।
খ্রিষ্টান ধর্মগুরু বলেন, সকলেই ঈশ্বরের সন্তান, তাই হানাহানি বন্ধের করা হোক।
ভ্যাটিকানের দেয়া তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি মিয়ানমার এবং বাংলাদেশ সফর করবেন।
সফরে বৌদ্ধ অধ্যুষিত মিয়ানমারে সরকারি দুটি গণ-সমাবেশে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে একটি সমাবেশে অংশ নেবেন পোপ।
ফ্রান্সিসই প্রথম পোপ, যিনি প্রথমবারের মতো মিয়ানমার সফরে আসছেন এবং বাংলাদেশে কোনো পোপ হিসাবে দ্বিতীয় সফর করবেন।
আরএম