হাওলাদার জহিরুল ইসলাম: জিম্বাবুয়েতে অচলাবস্থা বিদ্যমান থাকার মধ্যেই সেনা সহায়তায় দেশটির ভাইস প্রেসিডেন্ট দেশে ফিরেছেন৷ গত ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা জিম্বাবুয়ের প্রধানমনমন্ত্রী রবার্ট মুগাবে নিজ বাসভবনে গৃহবন্দী রয়েছেন৷ আর তার স্ত্রী ইতোমধ্যেই দেশে ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন৷
জিম্বাবুয়ের প্রতিটি সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ সড়কে এখন সেনাসদস্যরা অবস্থান করছে৷ এ ঘটনায় জাতিসংঘ জানিয়েছে, শহরে আতংক বিরাজ করলেও শহরবাসী এখনো নিরাপদেই আছে৷
আফরিকান ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সেনাপ্রধান তাকে বলেছেন, ‘সেনা অভ্যুথ্যান আমাদের উদ্যেশ্য নয়৷ আগামী বছরের নির্বাচনই আমাদের টার্গেট৷
সূত্র: ডেইলি উর্দু নিউজ