আওয়ার ইসলাম: দুর্নীতিতে ফেঁসে যাওয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে দেশটির আদালতে আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এই বিচারকাজে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) নওয়াজ শরীফের পাশে থাকার ঘোষণা দিয়েছে।
আদালতে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রক্রিয়া হিসেবে বুধবার নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
এই দুজন হলেন পাকিস্তানের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের জয়েন্ট রেজিস্ট্রার সিদরা মনসুর ও কেন্দ্রীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের প্রতিনিধি জাহাঙ্গীর আহমদ।
গত জুলাই মাসে দুর্নীতির প্রমাণ হওয়ায় প্রধানমন্ত্রী পদে নওয়াজকে অযোগ্য ঘোষণা করে রায় দেন আদালত। এর পরপরই পদত্যাগ করেন তিনি। পদচ্যুত হওয়ার পর নওয়াজ শরিফের ঘোষণা অনুযায়ী, তার দলের অনুগত শহীদ খোকন আব্বাসি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
নওয়াজ শরিফের সাথে মাওলানা তারিক জামিলের সৌজন্য সাক্ষাত