আওয়ার ইসলাম: কাতারের ওপর গত পাঁচ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশটির বিমান যোগাযোগও ব্যাপক বাধার মুখে পড়েছে।
মঙ্গলবার কাতারের সংসদের উচ্চ কক্ষ শূরা পরিষদে দেয়া বক্তৃতায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, অবরোধ সত্ত্বেও কাতার এখন হাজার গুণ ভালো আছে। আমরা অবরোধের ভয় করি না, তবে সতর্ক থাকতে হবে।
এ সময় তিনি জানান, তার সরকার কয়েকটি খাদ্য নিরাপত্তা প্রকল্প চালুর জন্য কাজ করছে এবং আরব মিত্রদের সহযোগিতা ছাড়াই ভবিষ্যতে পথ চলার জন্য পানির নিরাপত্তার জন্য বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।
শেখ তামিম তার দেশকে আরও বেশি গণতান্ত্রিক করে তোলার বিষয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শূরা পরিষদের জন্য এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সদস্যরাই কেবল শূরা পরিষদে দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ পরিষদের ৪৫ মনোনীত সদস্য দায়িত্ব পালন করছেন।
কাতারের শূরা পরিষদের এ অধিবেশনে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।
এইচ জে