নিহার মামদুহ
প্রতিবেদক
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, স্বাধীনতার পর সবচেয়ে ‘বড় মিথ্যা’ হল ধর্মনিরপেক্ষ শব্দটি।
এই শব্দের ব্যবহারের জন্য যারা মাতামাতি করেন তাদের ক্ষমা চাওয়া উচিত।
একটি গণমাধ্যমের আয়োজিত সাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত প্রশ্নের উত্তরে যোগী এ কথা বলেছেন।
যোগী বলেন, আমি মনে করি, স্বাধীনতার পর ভারতের সবচেয়ে বড় মিথ্যে হল ধর্মনিরপেক্ষ শব্দ…যারা এই শব্দ তৈরি করেছেন এবং যারা এর ব্যবহার করেছেন, তাদের ক্ষমা চাওয়া উচিত।
কোনও ব্যবস্থাই ধর্মনিরপেক্ষ হতে পারে না। রাজনৈতিক ব্যবস্থা কোনও সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ হতে পারে, কিন্তু ধর্মনিরপেক্ষ নয়। যদিও এই ধর্মনিরপেক্ষ শব্দ ভারতের সংবিধানের প্রস্তাবনাতেও রয়েছে।
সেখানে বলা হয়েছে, ভারত ‘সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
কংগ্রেস দলের নেতা কপিল সিব্বল যোগীর মন্তব্যকেই বড় মিথ্যে বলে অভিহিত করেছেন। তার সরস অথচ তীর্যক ট্যুইট, ‘যোগী আদিত্যনাথ বলছেন, ধর্মনিরপেক্ষতা মিথ্যে এবং মোদি সরকারের সঙ্গে রাম রাজ্যর তুলনা করেছেন।