আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
আম্মানে ইসরাইলি দূতাবাস খুলতে দেয়া না হলে রেড সি থেকে ডেড সি-তে পানির সরবারহ বন্ধ করে দেয়ারে হুমকি দিয়েছে ইসরাইল।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১০ এর এক রিপোর্টে এ তথ্য প্রচার করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের নেতানিহুয়ান সরকার জর্ডান সরকারের নিকট ঘাতক ইসরাইলি অফিসারের ব্যাপারে ছাড় দাবি করেছেন। যে ৩ মাস আগে দুইজন জর্ডানি নাগরিককে হত্যা করেছিলো।
ইসরাইল বলেছে, যদি দূতাবাস খুলতে দেয়া না হয় তবে ওয়াদি আল আরাবা চ্যানেল বন্ধ করে দেয়া হবে। যা জর্ডানকে মরুভূমিতে পরিণত করবে এবং পরিবেশ ও জীববৈচিত্রের উপর ব্যাপাক প্রভাব ফেলবে। ওয়াদি আল আরাবা চ্যানেল ডেড সিকে রেড সির সাথে যুক্ত করেছে।
ওয়াদি আল আরাবিয়া
ইসরাইল কর্মকর্তা কর্তৃক দুইজন জর্ডানি নাগরিক হত্যা করার পর দুই দেশের সম্পর্ক শীতল হয়ে যায়।
কিছু দিন আগে ইসরাইল জর্ডানকে একটি প্রকল্পের কাজ শুরু করতে বললে জর্ডান তা প্রত্যাখান। উত্তরে ইসরাইল অর্থনৈতিক অবরোধের হুমকি দেয়।
সে পানি বন্ধ করে দেয়াকেই সেই হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, কয়েকটি আগে জর্ডান সিনেটের প্রধান বলেছিলেন, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা ছাড়া ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে না।
বিস্তারিত পড়ুন : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলের সাথে কোনো সম্পর্ক নয়: জর্ডান
সূত্র : মিডল ইস্ট মনিটর