আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
ইরাক-ইরান সীমান্তবর্তী ইরাকি শহর হালাবজাতে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।
ইরানের প্রায় ১৩০ জন নিহত হয়েছে। অন্যরা ইরাকে।
ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সূত্রে ফার্স নিউজ বলেছে, এ পর্যন্ত ১০০ জন নিহত হয়েছে এবং ১ হাজার জন আহত হয়েছে।
অন্যদিকে ইরাকের দারবানদিখান শহরে ভূমিকম্পে ৪ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন ইরাকের সোলায়মানিয়া প্রদেশের গভর্নর আহমদ।
স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
ইরাকের রাজধানী বাগদাদ ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত সোলায়মানিয়া শহর ছিলো ভূমিকম্পের মূল কেন্দ্র।
ভয়াবহ এ ভূমিকম্প প্রতিবেশী অন্যান্য দেশেও অনুভূত হয়।
সূত্র : সিএনএন ও আল জাজিরা