আওয়ার ইসলাম: দুর্নীতি বিরোধী অভিযানের গ্রেফতার হওয়া সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের ব্যাংক হিসাব জব্দ করেছে সৌদি আরব।
বার্তা সংস্থা রয়টার্স তার কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়ের ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
দেশটিতে এরই মধ্যে অনেক রাজপরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে অর্থপাচার ও ঘুষ লেনদেনের মতো অভিযোগ আনা হয়েছে।
সৌদি আরবে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন ১১ জন রাজপুত্র, চারজন মন্ত্রী ও কয়েকজন সাবেক মন্ত্রী। সেই সঙ্গে দেশটিতে এক হাজার ৭০০ এর বেশি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এর পরিমাণ ক্রমাগত বাড়ছে বলেও খবরে প্রকাশ।
সৌদি আরবের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিসরে নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থান জোরদার করার অংশ হিসেবেই এসব পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে।
গত জুন মাসে চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে বরখাস্ত করে মোহাম্মদ বিন সালমানকে ভবিষ্যত বাদশাহ হওয়ার জন্য মনোনিত করেন তার বাবা বর্তমান শাসক সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
সূত্র: আল জাজিরা।