হামিম আরিফ: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এবারের জোড় শুরু হবে ১৭ নভেম্বর। এদিন বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা।
শুক্রবার থেকে শুরু হয়ে মঙ্গলবার ২১ নভেম্বর মোনাজাতের মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগে ইজতেমার প্রস্তুতি হিসেবে ৫ দিন এ জোড় অনুষ্ঠিত হয়ে থাকে।
জানা যায়, এবার জোড় ইজতেমায় দেশের ৬৪টি জেলা থেকে আড়াই লাখ থেকে তিন লাখ মুসল্লি অংশ নেওয়ার কথা রয়েছে। জোড় ইজতেমায় মুরুব্বিরা দাওয়াতের মাধ্যমে মৌলিক বিষয়াদির ওপর বয়ান করবেন।
আগামী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। আর এর আগে বিভিন্ন জেলায় জেলা ইজতেমাও অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১২, ১৩ ও ১৪ এবং দ্বিতীয় পর্ব ১৯, ২০ ও ২১ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। প্রতি পর্ব ইজতেমার শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।