আওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদের তিন দিনের রিমান্ড স্থগিত করেছে হাইকোর্ট। নিম্ন আদালত তার রিমান্ড মঞ্জুর করেছিল। খবর জাগো নিউজের
তবে হাইকোর্ট তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। সোমবার হাইকোর্টের বিচারপতি মিফতা উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মুহাম্মদ মনির।
গত ৩০ অক্টোবর মতিঝিল থানার নাশকতার একটি মামলায় জামায়াতের আমির মকবুল আহমাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার অভিযোগে ২০১৫ সালের মতিঝিল থানায় মামলাটি করেছিল পুলিশ।
গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুল আহমাদসহ আটজনকে গ্রেফতার করা হয়।