আওয়ার ইসলাম: ১২ দিনের এশিয়া সফরে বেরিয়েচেন ট্রাম্প। শুরুতেই পৌঁছেছেন জাপানে। সেখানে শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
রবিবার (৫ নভেম্বর) সকালে তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি টোকিওর পশ্চিমাঞ্চলে ইউকোটা ইউএস এয়ারফোর্স ঘাঁটিতে অবতরণ করে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রম এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে কোরীয় উপদ্বীপে বিরাজমান উত্তেজনার মধ্যেই এশিয়া সফরে বেড়িয়ে পড়লেন ট্রাম্প।
রবিবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠক করা ছাড়াও তারা দুইজন এক রাউন্ড গলফও খেলবেন।
সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটবদ্ধতা তুলে ধরার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চীনের ওপর চাপ সৃষ্টি করবেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এমন কথাই বলছে।