আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
ইংল্যান্ডের ম্যানচেস্টার আদালত এক মুসলিম পিতাকে তার সন্তানদের ইসলামের প্রতি উদ্বুদ্ধ করতে নিষেধ করেছে। তার ৩ সন্তান একটি খ্রিস্টান পরিবারে প্রতিপালনে রয়েছে।
৫৩ বছর বয়সী এ মুসলিম দুই ছেলে ও এক মেয়ের বাবা। তারা ২০১১ সাল থেকে খ্রিস্টান পরিবারের সাথে আছে। আর তিনি শুধু সন্তানদের সাথে দেখা করতো।
২০১৫ সালে তিনি ম্যানচেস্টার আদালতে সন্তানদের ইসলাম সম্পর্কে অভিহিত করার অধিকার চাইলো।
আদালত তাকে ইসলাম সম্পর্কে বলতে নিষেধ করে। আদালত মুসলিম পিতাকে নির্দেশ দেয়, সে সন্তানদের ইসলাম সম্পর্কে জানাতে পারবে তবে উদ্বুদ্ধ হয় এমনভাবে জানাতে পারবে না।
মুসলিশ ব্যক্তির স্ত্রী মারা গেলে তার সন্তানদের প্রতিপালক পরিবারে দেয়া হয়।
প্রতিপালক পরিবারের পক্ষ থেকে নথি উল্লেখ করা হয়েছে, তাদের খরচ নির্বাহ বা তারা সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত লোকটি সন্তানদের ইসলাম সম্পর্কে বলতে পারবে না।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট