আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংস্থা ওআইসি বৃটেনসহ ইউরোপীয় দেশগুলোকে সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়ার আহবান জানিয়েছে।
ওআইসি থেকে প্রকাশিত এক বিবৃতি বলা হয়েছে, বেলফোর ঘোষণার শতবর্ষপূর্তী অনুষ্ঠানে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়া উচিৎ। ফিলিস্তিনিদের প্রতি মানবিক দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে না।
বেলফোর ঘোষণাকে ‘জঘণ্য আইন’ অবিহিত করে ওআইসি বলেছে, যুক্তরাজ্য তাদের ঐতিহাসিক, রাজনৈতিক ও নৈতিক দায়িত্বসমূহ থেকে বিমুখ হয়ে রয়েছে। এখন তাদের দায়িত্ব হলো, আন্তর্জাতিক পক্ষসমূহের সঙ্গে মিলে ফিলিস্তিন সংকট সমাধানে েএগিয়ে আসা।
বৃটেনের দায়িত্ব ফিলিস্তিন জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। ১৯৬৭ সালের সীমানা রক্ষা করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
সূত্র : আরব নিউজ