আওয়ার ইসলাম : মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ৫ বাংলাদেশি জেলেকে সাগরে ফেলে ট্রলার কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাফনদী থেকে ওই পাঁচ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
শুক্রবার ভোর ৪টার দিকে সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, রোভেল (২৫), মো. ইলিয়াছ (২২), নাজিম উদ্দিন (২৬), সৈয়দ উল্লাহ (৩০) ও আলমগীর (৩০)। জেলেদের বাড়ি টেকনাফ সাবরাং বাহারছড়ায়।
তারা জানান, শুক্রবার ভোরে বাংলাদেশে জলসীমায় সাগরে মাছ ধরতে থাকে তারা। এমন সময় বিজিপির একটি স্পিড বোটে এসে অস্ত্র তাক করে তাদের ঘিরে ফেলে। পরে মারধর করে তাদের সাগরে ফেলে দিয়ে মাছসহ ট্রলার নিয়ে চলে যায় তারা।
জেলেরা আরও জানান, সাগর থেকে সাঁতরে নাফনদীর শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার কাছাকাছি পৌছলে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নাফনদী থেকে ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে নাফনদীতে মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। কিন্তু তারা প্রশাসনের নির্দেশ অমান্য করে মাছ শিকারে নামে টাকা লোভে রোহিঙ্গাদের আনতে গিয়েছিল বলে তাদের ধারণা।