আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
‘ফিলিস্তিনকে দখলদার মুক্ত কর’ পোস্টারে ছেয়ে গেছে লন্ডনের গণপরিবহন। বেলফোর ঘোষণার একশো উদযাপনের প্রতিবাদে এ প্রচারণা।
মজার ব্যাপার হলো, পোস্টারগুলো লাগানো হয়েছে গেরিলা স্টাইলে। কে বা কারা পোস্টারগুলো লাগিয়েছে তা কেউ বলতে পারছে না।
পোস্টারগুলোতে ফিলিস্তিনের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। যেমন, ‘এটা ফিলিস্তিনের প্রতি অবিচার। এর (বেলফোর ঘোষণা) মাধ্যমে প্যালেস্টাইনে বহিরাগতদের আগমন শুরু হয়। যা আর চলতে পারে না।’
‘যুক্তরাজ্য সরকার ইসরাইলি যুদ্ধাপরাধীদের বেলফোর ঘোষণার শতবর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সুতরাং তাদের উচিৎ হবে ফিলিস্তিনের কণ্ঠ রোধ করা।’
‘হত্যা, অত্যাচার ও নির্মূলের পক্ষে যুক্তরাজ্য সমর্থন করলে আমরা চুপ থাকতে পারি না।’
লন্ডনের গণপরিবহনে লাগানো শত শত পোস্টার চাঞ্চল্য সৃষ্টি করেছে সাধারণ মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে উঠেছে আলোচনার ঝড়।
কেউ বলছেন, সরকারের নীতিবিরোধী এমন পোস্টার যারা লাগিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। আবার কেউ বলছেন, ফিলিস্তিনি দুর্বিষহ জীবনের দায় যুক্তরাজ্য সরকার এড়াতে পারে না।
সূত্র : মিডল ইস্ট মনিটর